kolkata

Feb 28 2023, 13:01

হুগলির গোঘাটে চলছে নিষিদ্ধ পোস্ত চাষ


হুগলি: হুগলির গোঘাটে মাঠজুড়ে চলছে  পোস্ত চাষের  কাজ। লক্ষ লক্ষ  টাকার পোস্ত  চাষ। আর সেই পোস্ত গাছ থেকে নিষিদ্ধ আফিনের ব্যবসা চলছে রমরমিয়ে বলে অভিযোগ।কিন্তু ভয়ে গ্রামের অধিকাংশ মানুষ  মুখে কুলুপ এঁটেছে।প্রশাসনের নাকের ডগায় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে পোস্তু চাষ।গোঘাটের মান্দারন ও কাঁটালি এলাকায় বিশেষ করে এই পোস্ত চাষ করতে দেখা যাচ্ছে।তিন মাস ধরে পোস্ত চাষ হলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

তবে এলাকায় গেলেই কখনও পোস্ত চাষীরা লুকিয়ে পড়ছে আবার এলাকা থেকে চলে এলেই নাকি পোস্ত গাছ তুলে ফেলা হচ্ছে এবং পোস্ত গাছের ফল দ্রুত তুলে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। তবে ক্যামেরায় পোস্ত চাষীরা জানিয়েছে, পুলিশকে নাকি বলেই তারা পোস্ত চাষ করছে।পুলিশের সঙ্গে কথা হয়েছে।এখানেই প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের ভুমিকা নিয়ে। তাহলে কি পুলিশের মদতেই পোস্ত চাষ হচ্ছে। সব জেনেও  কি নির্বিকার প্রশাসন। উঠছে প্রশ্ন?  জানা গিয়েছে বিঘা প্রতি পোস্ত চাষ থেকে তৈরি হচ্ছে ২ থেকে ৩ কেজি করে আফিম। প্রতি কেজি আফিম বিক্রি হচ্ছে  প্রায় ৫০ হাজার টাকারও বেশি দামে। কিন্তু অবৈধ পোস্ত কারবারিদের বিরুদ্ধে নালিশ জানানোরও সাহস নেই কারোর।

জানা গেছে, এক বিঘা জমি থেকে পোস্তর আঠা সংগ্রহ করে ২ থেকে আড়াই কেজি মতো আফিন তৈরি হয়। যার বাজারমূল্য কেজি প্রতি ৫৫ থেকে ৬০ হাজার টাকা। পোস্তর আঠা বের করে নেওয়ার পর যে ফলটি পড়ে থাকে, তার ভেতর থেকে তৈরি হয় খাবারের পোস্ত। কিন্তু পোস্তু চাষ বেআইনি। জেল জরিমানা  হতে পারে,  কিন্তু তাকে উপেক্ষা করেই বিঘার পর বিঘা জমিতে চলছে পোস্ত চাষ।

প্রশাসনের তরফে পোস্ত চাষের বিরুদ্ধে প্রচার এবং আবগারি দপ্তর মাঝে মধ্যে অভিযান চালালেও জমির মালিকের বিরুদ্ধে আইনানুগ কঠর পদক্ষেপ না নেওয়ার জন্যই প্রতিবছর পোস্তু চাষের রমরমা গোঘাটে। এমনটাই মনে করছেন অনেকে । যদিও গোঘাট দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনিমা কাটারী বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সবমিলিয়ে এখন দেখার  গোঘাটে বেআইনি পোস্তচাষ বন্ধ করতে প্রশাসন কি ব্যবস্থা নেয়।

kolkata

Feb 28 2023, 12:18

ভারতীয় যুব সমাজ ও দেশের অগ্রগতি নিয়ে আলোচনা চক্র


বাঁকুড়া:আজ বাঁকুড়ার রবীন্দ্র ভবনে পালিত হল "District Level Neighbourhood Youth Programme". এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা। এছাড়াও এই অনুষ্ঠানে অনেক বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভারতীয় যুব সমাজ ও দেশের অগ্রগতিতে তাদের অবদান এই নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত অতিথিগণ এই বিষয়ে তাঁদের সুচিন্তিত অভিমত দেন।অনুষ্ঠানের শেষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যার মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয় যুব সমাজ এবং সমাজকে সচেতন করার প্রয়াস। সমস্ত অনুষ্ঠানটির উদ্যোগতা ছিল নেহরু যুব কেন্দ্র বাঁকুড়া।

kolkata

Feb 28 2023, 09:16

ফের বিস্ফোরক নানুরের তৃণমূল নেতা কাজল শেখ


বীরভূম:তৃনমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল গরু পাচার মামলার অভিযোগে জেলবন্দী।জেলার দলীয় সংগঠন দেখা শোনার জন্য চারজনের কোর কমিটি গঠিত হয়।সম্প্রতি জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী কোর কমিটিতে চার জনের জায়গায় ৭ জনের নতুন কোর কমিটি ঘোষণা করে যান। নতুন মুখ হিসেবে কোর কমিটিতে স্থান পায় কাজল সেখ এবং জেলার দুই সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল।

এরপর থেকেই কাজল সেখ রাজনীতিতে সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হন এবং বিস্ফোরক মন্তব্য শোনা যায়। প্রকাশ্য কর্মীসভায় তার দাবি,"অনেকেই দলটাকে এখন লুটেপুটে খাওয়ার জায়গা করে নিয়েছেন।লুটেপুটে খাওয়া আমি বরদাস্ত করব না। যারা ভাবছে ঠিকাদারি করে, অজয়ের বালি চুরি করে খাবে, তা হতে দেবে না। তোমরা সরে যাও, আমাকে যেন সরাতে না হয়।'না হলে তোমরা তোমাদের পথ শুধরে নাও সোজা পথে হাঁটো"। "তোমাদের ভেদাভেদ করা দরকার নেই মানুষের সেবা করো"এমনই হুঁশিয়ারি দিলেন বীরভূম জেলার তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ ।

তিনি আরও বলেন,"যদি কেউ ভাবেন আমি কারও হাত ধরে পঞ্চায়েতে টিকিট পাব তিনি মূর্খের স্বর্গে বাস করছেন।যে সৎপথে চলবে এবং গ্রামের মানুষ যাকে ঠিক করবে সেই টিকিট পাবে। আর এই অঞ্চল কমিটির মধ্যে যদি কেউ ভাবে আমি অঞ্চল কমিটি হয়ে গেছি,আমি নেতা হয়ে গেলাম তাহলে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। আপনাকে দল থেকে বের করতে বেশিক্ষণ সময় লাগবে না। আপনাকে কাজ করে মানুষের পাশে থাকতে হবে"। নানুর বিধানসভার সিঙ্গি গ্রামে কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন।সম্মেলন উপস্থিত ছিলেন নানুর বিধানসভার বিধায়ক বিধান চন্দ্র মাঝি, সহ পঞ্চায়েতের অন্যান্য কর্মীরা।

প্রসঙ্গত, বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে সুসম্পর্ক ছিল না কাজল শেখের। তবে অনুব্রতহীন বীরভূমে দায়িত্ব বেড়েছে তাঁর। কোর কমিটিতে জায়গা করে নিয়েছেন তিনি। এবার তাঁর গলায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে সাবধানতার বাণী "লুটেপুটে খাওয়া আমি বরদাস্ত করব না"চাঞ্চল্যকর বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

kolkata

Feb 27 2023, 16:26

আসন্ন পঞ্চায়েত নির্বাচন নির্ঘন্ট এখনই প্রকাশ নয় এখনি, স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি হাইকোর্টের


কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাইকোর্টে আরও বিড়ম্বনা বাড়ল প্রাক্তন প্রাথমিক পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের। এবার ইডিকে তাঁর দেশে এবং দেশের বাইরে থাকা যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার বিচারপতি নির্দেশ দিয়েছেন, দেশে এবং দেশের বাইরে মানিক ভট্টাচার্যের যেখানে যত সম্পত্তি রয়েছে, স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে ইডিকে।

আগামী এক মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথমে মানিক ভট্টাচার্যকে প্রথমে ১ ও পরে ২ লক্ষ টাকা জরিমানা করেন। পরবর্তী সময়ে আরো দু লক্ষ টাকা জরিমানা করেন। মোট ৫ লক্ষ টাকা।কিন্তু এক টাকাও নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেননি মানিক ভট্টাচার্য। তাই সোমবার বিচারপতি মানিকের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেন

kolkata

Feb 27 2023, 16:24

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাইকোর্টে আরও বিড়ম্বনা বাড়ল প্রাক্তন প্রাথমিক পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের


কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাইকোর্টে আরও বিড়ম্বনা বাড়ল প্রাক্তন প্রাথমিক পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের। এবার ইডিকে তাঁর দেশে এবং দেশের বাইরে থাকা যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার বিচারপতি নির্দেশ দিয়েছেন, দেশে এবং দেশের বাইরে মানিক ভট্টাচার্যের যেখানে যত সম্পত্তি রয়েছে, স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে ইডিকে।

আগামী এক মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথমে মানিক ভট্টাচার্যকে প্রথমে ১ ও পরে ২ লক্ষ টাকা জরিমানা করেন। পরবর্তী সময়ে আরো দু লক্ষ টাকা জরিমানা করেন। মোট ৫ লক্ষ টাকা।কিন্তু এক টাকাও নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেননি মানিক ভট্টাচার্য। তাই সোমবার বিচারপতি মানিকের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেন

kolkata

Feb 27 2023, 16:21

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 27.02.2023


MLA Giasuddin Molla visited Laxmikantapur Gram Panchayat where he began his Anchale Ek Din programme by offering prayers at a local church, followed by his interaction with the locals to know their needs and concerns. He also held a meeting with the staff of a local school. Later he took part in a community lunch followed by his meeting with the panchayat members.

PIC: I PAC

kolkata

Feb 27 2023, 14:40

ভোট পরবর্তী হিংসা মামলায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবারের নিরাপত্তা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের


কলকাতা: ভোট পরবর্তী হিংসা মামলায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তারা যাতে শিয়লদহ আদালতে সাক্ষ্য দিতে পারেন, তার ব্যবস্থা করবে পুলিশ।বিচারপতি রাজা শেখর মন্থর নির্দেশ, হিংসা ও ভীতি দেখানোর বিষয়টি নিয়ে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখবে পুলিশ।

পরিবারের দুজনকে পুলিশ নিরাপত্তা দেবে আদালতে যাওয়া পর্যন্ত। আদালত জানিয়েছে, থানা এই ঘটনায় দুতরফের লিখিত অভিযোগ পেয়েছে। সেই অভিযোগ এবার গুরুত্ব দিয়ে খতিয়ে দেখবে সিবিআই। কারণ সিবিআই ভোট পরবর্তী খুনের তদন্ত করছে। আদালতের নির্দেশ, যত তাড়াতাড়ি সম্ভব শিয়ালদা আদালত দুজনের সাক্ষ্য গ্রহণ করবে।

এরপর যদি আবার কোনো হুমকি দেওয়া হয় আবেদনকারীকে তাহলে তিনি সিবিআইয়ের কাছে অভিযোগ জানাবেন। সিবিআই কেন্দ্রীয় নিরাপত্তার ব্যবস্থা করবে ওই দুজনের। তবে নারকেল ডাঙ্গা থানা আপাতত যাবতীয় নিরাপত্তা দেবে।

kolkata

Feb 27 2023, 13:47

*ব্রেকিং*


কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের উপর হামলাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের মামলা দায়ের করার অনুমতি।

kolkata

Feb 27 2023, 13:46

কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও রাকেশ সিংয়ের বাড়িতে হামলা হয়েছে, অভিযোগে মামলা দায়ের


কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও রাকেশ সিংয়ের বাড়িতে হামলা হয়েছে। এমনই দাবী নিয়ে ফের মামলা হল বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। মামলাকারীর দাবী, নিরাপত্তায় দুজন পুলিশ কর্মী থাকার পরেও রবিবার রাতে তার বাড়িতে হামলা হয়েছে। অভিযোগ, আদালত পদক্ষেপ না করলে ওয়াটগঞ্জ থানা কিছু করছে না।

সোমবার কেন্দ্রীয় সরকার রাকেশের নিরাপত্তার বিষয়ে চূড়ান্ত রিপোর্ট দেওয়ার জন্য সাত দিন সময় চাইলো। যদিও রাজ্য পুলিশ আলাদা রিপোর্ট জমা দিয়েছে। যদিও বিচৈরপতি বলেন, ৭৫ টা মামলার তালিকা থানা দিয়েছে রাকেশ সিংয়ের নামে। কলকাতার কোনো থানা বাদ নেই যেখনে তার নামে অভিযোগ নেই। তার মানে তার বিরুদ্ধে কিছু তো আছে।

এমন কি মাদক মামলাতেও অভিযুক্ত তিনি। একটা মামলায় সাজাও পেয়েছে। দাগী অপরাধী বলে পুলিশ রিপোর্ট উল্লেখ করা হয়েছে। সমাজের শত্রু বলে পুলিশ মনে করছে। তাই আদালত বিষয়টি বিবেচনা করবে বলে মন্তব্য করে বিচারপতি জানিয়েছেন, পরবর্তী শুনানি পর্যন্ত রাকেশের বাড়ির বাইরে পুলিশ পিকেট থাকবে।

kolkata

Feb 27 2023, 11:16

প্রাতঃভ্রমণে বেরিয়ে মর্মান্তিক মৃত্যু হল দুই বন্ধুর


বাঁকুড়াঃ প্রাতঃভ্রমণে বেরিয়ে মর্মান্তিক মৃত্যু হল দুই বন্ধুর। মৃতদের নাম স্বপন অধিকারী (৬৫) ও তরুণ দে (৫৫)। সোমবার বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বাঁকাদহের পেট্রোল পাম্প সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কের ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মতো এদিনও প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন হেত্যাগোড়া গ্রামের বাসিন্দা পেশায় পশু চিকিৎসক স্বপন অধিকারী ও বাঁকাদহ গ্রামের পেশায় সাইকেল সারাইয়ের মিস্ত্রী তরুণ দে। এদিন সকালে ৬০ নম্বর জাতীয় সড়ক দিয়েই স্বপন অধিকারীর ভাই বিদ্যুৎ অধিকারী সাইকেল নিয়ে কাজে যাওয়ার সময় দুজনকেই রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। পরে তিনিই উদ্যোগ নিয়ে দুজনকেই উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অনুমান, প্রাতঃভ্রমণের বেরোনো ঐ দুই পথচারীকে বেপরোয়া গতিতে যাওয়া গাড়ির ধাক্কা মেরেই এলাকা ছাড়ে। পরে পুলিশ মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে। একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি 'ঘাতক' গাড়িটিকে চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে বলেও জানানো হয়েছে।